২০২৪ সালের নির্বাচনে জিতলে ডোনাল্ড ট্রাম্প একনায়কের মতো দেশ চালাবেন না, কেবল প্রথম দিনটি ছাড়া। অর্থাৎ ওই একদিনের জন্য ‘স্বৈরশাসক’ হয়ে উঠবেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি তিনি নিজেই বলেছেন এই কথা।
Advertisement
ক্ষমতাসীন ডেমোক্র্যাটরা বারবার দাবি করে আসছে, ট্রাম্প ফের ক্ষমতায় গেলে বিরোধীদের ওপর প্রতিশোধ নেবেন। কিছু রিপাবলিকান নেতারও ভয়, তিনি পুনর্নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে পড়তে পারে।
আরও পড়ুন>> আরও কমলো বাইডেনের জনপ্রিয়তা, জরিপে ১৯ পয়েন্টে এগিয়ে ট্রাম্প
গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) এক অনুষ্ঠানে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সাবেক প্রেসিডেন্টকে। জবাবে ট্রাম্প বলেন, তিনি পুননির্বাচিত হলে একনায়ক হয়ে উঠবেন না, কেবল প্রথম দিনটি ছাড়া।
Advertisement
ক্ষমতায় ফেরার প্রথম দিন ‘স্বৈরশাসক’ হয়ে কী করবেন? এ বিষয়ে রিপাবলিকান নেতা বলেন, তিনি প্রেসিডেন্টের ক্ষমতা ব্যবহার করে দক্ষিণাঞ্চলীয় মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেবেন এবং তেল উত্তোলন বাড়াবেন।
আরও পড়ুন>> ২০২৪ সালে বিশ্বের জন্য বড় হুমকি ডোনাল্ড ট্রাম্প: দ্য ইকোনমিস্ট
উন্নত জীবনের আশায় মেক্সিকো সীমান্ত পেরিয়ে বহু মানুষ অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, অনুপ্রবেশ আটকাতে মেক্সিকো সীমান্তে প্রাচীর তোলা হবে।
আরও পড়ুন>> বাইডেনের অযোগ্য নেতৃত্ব মার্কিনিদের বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: ট্রাম্প
Advertisement
২০১৯ সালে সেই লক্ষ্যে তিনি শুরু করেছিলেন শরণার্থী হটাও অভিযান। তবে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্পের সেই নীতি বাতিল করেন জো বাইডেন।
সূত্র: রয়টার্সকেএএ/