ক্রেডিট কার্ড খেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়ার পর বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনএমের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। বুধবার (৬ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় আগারগাঁও নির্বাচন ভবন প্রাঙ্গনে ২ নম্বর অস্থায়ী বুথে আপিল আবেদন জমা দেন তিনি।
Advertisement
আপিল আবেদন গ্রহণ করেন বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঁইয়া।
ডলি সায়ন্তনী পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী। ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপির ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন।
আপিল আবেদন জমা দেওয়ার পর মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাবেন এমন প্রত্যাশা প্রকাশ করে ডলি সায়ন্তনী বলেন, আমি আশা করি আমার ক্রেডিট কার্ড সংক্রান্ত যে ভুল হয়েছে, সেটি নির্বাচন অফিসের কর্মকর্তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারা মনোনয়নপত্রের বৈধতা ফিরিয়ে দেবেন।
Advertisement
নির্বাচন নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মোটেই চাপ অনুভব করছি না। এ ছাড়া আমার পরিবার, এলাকার মানুষ আমাকে প্রচুর রেসপন্স (সাড়া দিচ্ছে) দিচ্ছে। আমি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করে সবকিছু গুছিয়ে আজকে আপিল আবেদন জমা দিয়েছি। আশা করি আমার মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাবো।
এমএমএ/এসএনআর/জেআইএম