খেলাধুলা

আঙুলে রক্ত ঝরলেও সেলাই লাগেনি নাঈমের, খেলতে পারবেন?

ঢাকা টেস্ট শুরুর আগে শেষ প্র্যাকটিস সেশনে হাতের আঙুলে ব্যথা পেলেন অফস্পিনার নাঈম হাসান। মঙ্গলবার সকালে শেরে বাংলা স্টেডিয়ামের পাশে ইনডোর কমপ্লেক্সে ব্যাটিং করার সময় ডান হাতের তর্জনীতে বল লেগে কেটে গেছে। রক্তও বেরিয়েছে। তাৎক্ষণিকভাবে নেটে ব্যাটিং বাদ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান টাইগার অফস্পিনার। নাঈমের চোট কতটা গুরুতর? যেহেতু রক্ত ঝরেছে, তাই তাৎক্ষণিকভাবে মনে হচ্ছিল, ডান হাতের তর্জনীতে সেলাই লাগতে পারে। আর টেস্টের ২৪ ঘণ্টা আগে সেলাই দেওয়ার অর্থ, তার কাল বুধবার দ্বিতীয় টেস্ট খেলতে না পারা।

Advertisement

তবে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কথা শুনে মনে হলো, নাঈমের আঘাত বা চোট গুরুতর নয়। কারণ তার আঙুলে সেলাই লাগেনি।

নাঈমের চোটের বিষয়ে জাগো নিউজকে দেবাশীষ চৌধুরী জানান, ‘আমরা কিছুই জানিনা। বিসিবির চিকিৎসা কমিটির কাছে নাঈমের ডান হাতের তর্জনীতে ব্যথা পাওয়ার কোনো খবর নেই। টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের কিছুই জানানো হয়নি। আমাদের যেহেতু জানানো হয়নি, তাই ধরেই নেয়া যায় নাঈমের তেমন কিছুই হয়নি।’

বিসিবির প্রধান চিকিৎসক যোগ করেন, ‘যদি তার হাতে ব্যান্ডেজ কিংব সেলাই লাগতো , তাহলে অবশ্যই টিম ম্যানেজমেন্ট থেকে আমাদের জানানো হতো। সেলাই দেয়ার প্রয়োজন পড়লেও আমাদের কাছেই নিয়ে আসা হতো। তাই আমার ধারণা, নাঈমের চোট গুরুতর না। আর সেলাইও দিতে হয়নি। তার মানে এ অফস্পিনারের কাল খেলা নিয়ে কোনো সংশয় নেই।’

Advertisement

এআরবি/এমএমআর/এমএস