বাংলাদেশে ঘূর্ণিঝড় মিগজাউমের কোনো প্রভাব পড়বে না। তাই কোনো প্রস্তুতিও নেওয়া হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
Advertisement
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে সাভারের তালবাগ এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রী।
তিনি বলেন, ঘূর্ণিঝড় মিগজাউম সরাসরি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে ভারতের তামিলনাড়ু, কর্ণটক এবং অন্ধ্রপ্রদেশে আঘাত হেনে ধীরে ধীরে ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাচ্ছে। এরই মধ্যে এটা গতিশক্তি হারিয়েছে এবং বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না। ফলে আমরা কোনো প্রস্তুতি নেইনি। এর প্রভাবে বাংলাদেশে হয়তো আকাশ মেঘাচ্ছন্ন থাকবে ও বৃষ্টিপাত হবে।
মাহফুজুর রহমান নিপু/এসজে/এমএস
Advertisement