রাজনীতি

শাহজাহান ওমরের সভায় বন্দুক নিয়ে থাকা বিএনপি নেতা বহিষ্কার

বিএনপি থেকে আওয়ামী লীগে যাওয়া ব্যারিস্টার শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আগ্নেয়াস্ত্র রাখা বিএনপি নেতা আব্দুল জলিল মিয়াজীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

Advertisement

সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জলিল মিয়াজীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

আরও পড়ুন>> শাহজাহানের সমাবেশে একপাশে আ’লীগ, অন্যপাশে বন্দুক হাতে বিএনপি নেতা

Advertisement

সোমবার বেলা ১১টার দিকে ঝালকাঠিতে অনুষ্ঠিত শাহজাহান ওমরের নির্বাচনী সভায় আব্দুল জলিলকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। জানা গেছে, এই অস্ত্রটি ব্যারিস্টার শাহজাহানের লাইসেন্সকৃত।

কেএইচ/বিএ/এমএস