সেবা পরিদফতরে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) তিন সহস্রাধিক সিনিয়র স্টাফ নার্সকে স্থায়ী পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা বাতিলের দাবিতে আগারগাঁওয়ের সেবা পরিদফতর কার্যালয় ঘেরাও ও ভারপ্রাপ্ত পরিচালক নীলুফার ফরহাদকে তার কক্ষে অবরুদ্ধ করে রেখেছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন (বিডিবিএনএ)। শনিবার সকালে নীলুফার ফরহাদ কার্যালয়ে এসেছেন- এমন খবর পেয়ে কয়েকশ বেকার নার্স সেখানে সমবেত হয়ে নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে স্লোগান দিতে শুরু করেন। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের ব্যবস্থা নিতে অনুরোধ জানাতে তারা পরিচালকের সঙ্গে দেখা করতে চাইলে নিরাপত্তারক্ষীরা বাধা দেয়। ফলে নার্সরা পরিচালকের কক্ষের বাইরে অবস্থান নেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সেখানে আইন শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যরা ছুটে যান। বিডিবিএনএ’র সহসভাপতি সুজন মিয়া দুপুরে জাগো নিউজকে জানান, সেবা পরিদফতরের পরিচালক নীলুফার ফরহাদ তাদের অভিভাবক। গত ৯ মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয়ে নার্সদের এগারটি সংগঠনের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠককালে সকলেই আগের নিয়মে অর্থাৎ ব্যাচ, কোটা ও মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি বহাল রাখার দাবি জানান। ওই সময় মন্ত্রণালয়ের শীর্ষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নার্সিং পরিচালক ও নার্সনেতাদের সঙ্গে আলাপ আলোচনা ছাড়া নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয়। তিনি আরো জানান, পরিচালক সম্প্রতি বিদেশে গেলে পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। নিয়োগ বিজ্ঞপ্তি বাতিলের দাবিতে দুদিন আগে শাহবাগে অবস্থান গ্রহণ করলে পুলিশ নার্সদের মারধর করে আহত করে। পিপার স্প্রে, কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে অর্ধশতাধিক নার্স আহত হন। তারা এসব ঘটনা জানিয়ে পরিত্রাণ পেতে পরিচালকের সঙ্গে দেখা করতে এসেছিলেন।উল্লেখ্য, সোমবার পিএসসির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার দুপুর ১২টা থেকে অনলাইনে পরীক্ষার ফিসহ আবেদনপত্র জমা নেয়া শুরু হবে। আগামী ২৮ এপ্রিল সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে এক ঘ্ণ্টার লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে। মোট ১০০ নম্বরের মধ্যে বাংলা ১৫, ইংরেজি ১৫, সাধারণ জ্ঞান, গণিত ও দৈনন্দিন বিজ্ঞানে ২০ ও নার্সিং টেকনিক্যাল বিষয়ে ৫০ নম্বর থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর ও ভুল নম্বরের জন্য ০ দশমিক ৫০ নম্বর কাটা হবে।এমইউ/এনএফ/এবিএস
Advertisement