জাতীয়

ঢাকার ১৫ আসনে ৬৪ জনের মনোনয়ন বাতিল, বৈধ ১২৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ থেকে ঢাকা-১৮ পর্যন্ত মোট ১৫টি সংসদীয় আসনের ১৮৮টি মনোনয়ন ফরমের মধ্যে ১২৪টি বৈধ বলে বিবেচিত হয়েছে। আর বাতিল হয়েছে ৬৪টি।

Advertisement

সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ধাপে ধাপে মনোনয়ন যাচাই-বাছাই শেষে ঘোষণা দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলাম।

তিনি বলেন, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের অধীনে ১৫টি সংসদীয় আসনের জন্য মোট ১৮৮টি মনোনয়ন ফরম জমা পড়েছিল। আমরা যাচাই-বাছাই করে ১২৪টি মনোনয়ন বৈধ এবং ৬৪টি বাতিল ঘোষণা করেছি।

বাতিল হওয়া মনোনয়নের মধ্যে ১৫ জন ঋণখেলাপিজনিত কারণে, ২৯ জন মনোনয়নে পর্যাপ্ত তথ্য-উপাত্ত না থাকা এবং ২০ জন অসম্পূর্ণ কাগজপত্র দাখিল করায় মনোনয়ন বাতিল করা হয়েছে৷

Advertisement

মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ৫-৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তি হবে ১০-১৫ ডিসেম্বর পর্যন্ত।

এনএস/এমআইএইচএস/এএসএম