ফিচার

মাঝ রাস্তায় গাড়ির তেল ফুরিয়ে গেলে শাস্তি পেতে হয় যে দেশে

রাস্তায় গাড়ি চালানোর সময় নানা কারণে ট্রাফিক পুলিশের জরিমানার মুখে পড়তে হয়। নিয়ম ভেঙে রাস্তায় দ্রুত গাড়ি চালানোর জন্য বা অসাবধানতাবশত দুর্ঘটনার ফলেও গাড়ির চালকের শাস্তি হতে দেখা গেছে। কিন্তু কখনো শুনেছেন কি? রাস্তার মাঝপথে আপনার গাড়ির তেল ফুরিয়ে গেছে আর আপনাকে পুলিশ সোজা নিয়ে যাবে হাজতে।

Advertisement

এমন অদ্ভুত নিয়ম চালু আছে একটি দেশে। যেখানে গাড়ির জ্বালানি ফুরিয়ে গেলে চালককে জরিমানা করার পাশাপাশি মাসখানেক জেলে থাকতেও হতে পারে। অবাক হলেও সত্যি, যে ইউরোপের এক উন্নত দেশেই রয়েছে এই আজব নিয়ম।

আরও পড়ুন: প্রেমিকার হাত ধরে রাস্তায় হাঁটলেই শাস্তি হয় যে দেশে

জার্মানির নাম নিশ্চয়ই বহুবার শুনেছেন। এক সময়ে এখানকার স্বৈরশাসক ছিলেন হিটলার। যার কারণে বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ছিল সম্পূর্ণ দরিদ্র দেশ। আজ এই দেশটিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে গণনা করা হয়। ইঞ্জিনিয়রিংয়ের ক্ষেত্রে শীর্ষে উঠে এসেছে এই দেশের নাম।

Advertisement

আরও পড়ুন: স্ত্রীর জন্মদিন ভুলে গেলে যেখানে হয় জেল-জরিমানা

গাড়ির তেল ফুরিয়ে গেলে এখানে শাস্তি কেন? যদিও এর উত্তর কোনো সঠিক উত্তর নেই। তবে আপনি যদি এখানে উচ্চ গতিতে গাড়ি চালান তবে তার জন্য আপনাকে শাস্তি দেওয়া হবে না। অথচ পথে যদি আপনার গাড়ির জ্বালানি ফুরিয়ে যায় তবে আপনি জরিমানা এবং শাস্তি উভয়ই ভোগ করতে পারেন।

এছাড়া এই দেশটিতে আরও বেশ কিছু অদ্ভুত নিয়ম আছে। যেমন অনেক সময় আগাম ভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। কিন্তু জার্মানিতে এটা একেবারেই নিষিদ্ধ। এই দেশে কাউকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানালে নাকি খারাপ ভাগ্য পিছু নেয়। এখানকার লোকজন এই প্রাচীন বিশ্বাস থেকেই হয়তো কেবল কাউকে জন্মদিনের দিনই কাউকে অভিনন্দন বা শুভেচ্ছা জানান।

সূত্র: লাইভমিন্ট

Advertisement

কেএসকে/জেআইএম