জাতীয়

জলবায়ু পরিবর্তনের তহবিল সরাসরি শহরগুলোতে পাঠানোর দাবি

‘একবিংশ শতাব্দির সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা। এখনো অনেকের হয়তো মনে হতে পারে আতঙ্কিত হওয়ার মতো কিছুই হয়নি। কিন্তু বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন এরই মধ্যে একটি খারাপ সময়ের সামনে দাঁড় করিয়েছে। বিশ্বব্যাপী বৈরী পরিস্থিতি জলবায়ু পরিবর্তনই সুস্পষ্ট প্রমাণ। এটি এখন আর আসন্ন পর্যায়ে নেই।’

Advertisement

রোববার (৩ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ২৮ সম্মেলনে এক সভায় এসব কথা বলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

আরও পড়ুন: ২০২৮ সালে ভারতে কপ সম্মেলন করার প্রস্তাব মোদীর

ইকুয়েডরের কুইটো শহরের সাবেক মেয়র মৌরিসিও রোডাসের সভাপতিত্বে ‘আরবান এসডিজি ফাইন্যান্সের প্রথম উচ্চ অগ্রাধিকার স্টেকহোল্ডার সভায়’ ডিএনসিসি মেয়র বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে জেলা শহর কিংবা উপকূলী শহর থেকে মানুষ রাজধানীতে ছুটে আসছে। সেখানেও টিকে থাকার লড়াইটা সহজ নয়। জীবন ও জীবিকা বাঁচাতে সবার আগে এসব মানুষদের পাশে দাঁড়াতে হবে।

Advertisement

এ সময় মেয়র জলবায়ু পরিবর্তনের তহবিল সরাসরি শহরগুলোতে পাঠানোর প্রয়োজনীয়তা তুলে ধরে এর পক্ষে জোর দাবি জানিয়েছেন।

এমএমএ/এমআরএম/জেআইএম