দেশজুড়ে

জাপা মহাসচিবের আসনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়ন বাতিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

Advertisement

রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনী হলফনামায় মামলার তথ্য গোপন করায় কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাসিরুল ইসলাম খান আওলাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা আরও জানান, মামলার তথ্য গোপন করায় বিকেল ৪টা পর্যন্ত তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। এসময়ের মধ্যে সংশোধন না করতে পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

Advertisement

এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। এর আগেও এ আসন থেকে ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাকে আসনটি ছেড়ে দেয়। মহাজোটের প্রার্থী হয়ে তিনি জয়ী হয়েছিলেন।

কিশোরগঞ্জের ছয়টি আসনের মধ্যে তিনটিতে (১, ২ ও ৩) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। যাচাই-বাছাই শেষে ৩০টি মনোনয়নপত্রের মধ্যে ২০টি গৃহীত হয়। ১০টি বাতিল করা হয়েছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে নাসিরুল ইসলাম খান আওলাদের যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এসকে রাসেল/এসআর/জিকেএস

Advertisement