পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
Advertisement
রোববার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামান তার মনোনয়ন বাতিল করেন।
এ বিষয়ে ডলি সায়ন্তনী বলেন, কার্ডের বিষয়টি আমার ধারণায় ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করবো। আশা করছি আপিলে আমার মনোনয়ন ফিরে পাবো।
আরও পড়ুন: পাবনা-২ আসনে মনোনয়ন জমা দিলেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী
Advertisement
এর আগে বৃহস্পতিবার (২৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
পাবনা-২ নির্বাচনী এলাকায় বর্তমানে মোট ভোটার রয়েছে তিন লাখ ৪৬ হাজার ৪৩৫ জন। এই আসনে আওয়ামী লীগ মনোনীত বর্তমান সাংসদ আহমেদ ফিরোজ কবীর ও সাবেক সাংসদ জেলা আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আরজু, জাতীয় পার্টি, জাসদসহ কয়েকটি দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আমিন ইসলাম জুয়েল/জেএস/এমএস
Advertisement