মুন্সিগঞ্জ-১ আসনে বিকল্পধারার যুগ্ম-মহাসচিব মাহি বদরুদ্দোজা চৌধুরীর (মাহি বি চৌধুরী) মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।
Advertisement
রোববার (৩ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন তার মনোনয়ন বাতিল করেন।
তিনি জানান, ঋণ খেলাপের অভিযোগে মাহি বদরুদ্দোজা চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। অপর দুই স্বতন্ত্রপ্রার্থী গোলাম সারোয়ার কবিরের এক শতাংশ ভোটারে গরমিল ও বিএনএম প্রার্থী ফরিদ হোসেনের সমর্থনকারী স্থানীয় না হওয়ায় মনোনয়ন বাতিল হয়।
আওয়ামীলীগ, তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থীসহ বাকি ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
Advertisement
এ বিষয়ে স্বতন্ত্রপ্রার্থী গোলাম সারোয়ার কবির ও ফরিদ হোসেন জানান, নির্বাচন কমিশনের এ বিষয়ে পৃথকভাবে আপিল করা হবে।
আরাফাত রায়হান সাকিব/আরএইচ/জিকেএস