পদত্যাগ করা টাঙ্গাইলের গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
Advertisement
শনিবার (২ ডিসেম্বর) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল করেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।
আরও পড়ুন: টাঙ্গাইলে এমপি প্রার্থী সিদ্দিকী পরিবারের ৩ ভাই
তিনি টাঙ্গাইল-২ (ভুয়াপুর-গোপালপুর) আসনে প্রার্থী হতে মনোনয়ন জমা দেন। এ আসনে ১০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও শুধুমাত্র ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর মনোনয়ন বাতিল হয়।
Advertisement
একইদিন টাঙ্গাইল-১ (মধুপুর ধনবাড়ী) ও টাঙ্গাইল-৩ (ঘাটাইল) ও টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই হয়।
এ বিষয়ে ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু বলেন, দৈবচয়ন পদ্ধতিতে ১০ ভোটারের মধ্যে একজন ভোটার না পাওয়ায় তদন্ত কমিটির রিপোর্টে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয় আপিল করা হবে।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম
Advertisement