শতাধিক স্কুলছাত্রীর অংশ গ্রহণে রাজবাড়ীতে বাল্যবিয়ে ও আত্মহত্যা বিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ র্যালির প্রতিপাদ্য ছিল ‘আমার জীবন আমার অধিকার, বাল্যবিয়ে রুখবো এবার’।
Advertisement
শনিবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজন ও প্রান্তি জনকল্যাণ সংস্থার সহযোগিতায় এ সাইকেল র্যালির উদ্বোধন করেন পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ।
পরে র্যালিটি পুলিশ সুপার কার্যালয় হতে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে পুনরায় পুলিশ সুপারের কার্যালয় এসে শেষ হয়। এ সময় সাইক্লিস্টদের সঙ্গে পায়ে হেটেও র্যালিতে অংশ নেয় শিক্ষার্থীরা।
আরও পড়ুন: ঝালকাঠিতে বাল্যবিয়ে বন্ধ, ৭০ হাজার জরিমানা
Advertisement
জানা গেছে, মূলত জনসচেতনতা তৈরিতে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। নভেম্বরে রাজবাড়ীতে ১১জন আত্মহত্যা করেছেন এবং জেলায় বছরে প্রায় শতাধিক আত্মহত্যার ঘটনা ঘটে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।
রুবেলুর রহমান/জেএস/জেআইএম
Advertisement