আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী এমপি দিদারুল আলম।
Advertisement
শুক্রবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ ঘোষণা দেন।
দিদারুল আলম বলেন, ‘দেশব্যাপী যেভাবে বিভিন্ন সংসদ সদস্যরা স্বতন্ত্র হিসেবে মনোনয়ন ফরম নিয়েছিলেন, একইভাবে আমিও প্রতিনিধির মাধ্যমে একটি ফরম নিয়েছি। তবে দলের বৃহত্তর স্বার্থে আমি নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করলাম। দল যাকে নমিনেশন দিয়েছে আমিও তাকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি।’
সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো চাপের কাছে নতি স্বীকার করে মনোনয়ন প্রত্যাহার করিনি। দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য, প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী বানানোর জন্য আমার এ সিদ্ধান্ত।’
Advertisement
এম মাঈন উদ্দিন/এসআর/এএসএম