নানা আয়োজনে রাজবাড়ীতে দিনব্যাপী সাহিত্য উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে কবি, লেখক, নাট্যকারসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Advertisement
শুক্রবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিল্পকলা একাডেমিতে বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক আরিফ হায়দার।
আয়োজক কমিটির সূত্র জানায়, সভার শুরুতে আমন্ত্রিত অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। রাজবাড়ী সাহিত্য পরিষদের আহ্বায়ক খোকন মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফ হায়দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর মেয়র নজরুল মন্ডল, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাব হোসেন, নুরুল হক আলম, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, সৈয়দ সিদ্দিকুর রহমান, কবি সালাম তাসির প্রমূখ।
Advertisement
পরে একাডেমির মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রুবেলুর রহমান/এনআইবি/এএসএম