খেলাধুলা

হঠাৎ লিগ কমিটির দায়িত্ব ছাড়লেন কাজী সালাউদ্দিন

গত বছর সেপ্টেম্বরের মাঝামাঝিতে আবদুস সালাম মুর্শেদীর কাছ থেকে প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। ১৪ মাসের তিনি সেই দায়িত্ব ছেড়ে দিলেন। এবার বাফুফে সভাপতি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন সহসভাপতি এবং বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসানকে।

Advertisement

আজ (বৃহস্পতিবার) দুপুরে বাফুফে ভবনে গণমাধ্যমকর্মীদের ডেকে লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এ সময় ইমরুল হাসানও উপস্থিত ছিলেন।

‘লিগ কমিটির বিশাল কাজ। আমি দায়িত্ব নিয়েছিলাম কারণ, তখন অনেক কিছু ঠিকমতো চলছিল না। ফিকশ্চার চেঞ্জ হতো, অনেক কিছু চেঞ্জ হতো। এখন এটা পুরোপুরি গুছিয়ে দিয়েছি। সভাপতি হিসেবে আমাকে অনেক কাজ করতে হয়। সেসবও গুরুত্বপূর্ণ। লিগ কমিটির দায়িত্বও গুরুত্বপূর্ণ। আমি মনে করছি, আমাদের সহসভাপতি ইমরুল হাসান অনেক দক্ষ। তাই তাকে দায়িত্ব দিয়েছি।’

কোনো ক্লাবের কর্মকর্তার হাতে লিগ কমিটির দায়িত্ব দিলে বিতর্ক ওঠে। এ বিষয়ে কাজী মো. সালাউদ্দিন বলেছেন, ‘আপনি যদি ন্যাশনাল টিমস কমিটি দেখেন, সেখানে আবাহনীর লোকজনই বেশি। তখন বসুন্ধরা কিংস তো আপত্তি তোলেনি। কেউ যখন ফেডারেশনের সহসভাপতি হন তখন তিনি আগে ফেডারেশনের।’

Advertisement

ইমরুল হাসান মহানগরী লিগ কমিটিরও চেয়ারম্যান। এখন ওই পদের কি হবে? তিনি কি দুটোর দায়িত্বে থাকবেন? কাজী মো. সালাউদ্দিন এ বিষয়ে বলেছেন, ‘তিনি মহানগরী লিগ কমিটির দায়িত্ব ছেড়ে দেবেন। তিনি শুধু প্রফেশনাল লিগ কমিটির সভাপতি থাকবেন।’

নতুন দায়িত্ব পেয়ে ইমরুল হাসান বলেন, ‘সভাপতি আমার ওপর আস্থা রেখেছেন এ জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। বিতর্ক সব সময়ই থাকে। বিশ্বকাপের ফাইনালের রেফারিং নিয়েও বিতর্ক আছে। ফিফার আচরণে বিতর্ক আছে, এএফসি আচরণ নিয়েও বিতর্ক আছে। আমরা মনে করি, খেলাধুলাটাই একটা চ্যালেঞ্জিং বিষয়। বিতর্ক খেলাধুলার অংশ। বিতর্ক থাকবেই। চেষ্টা করবো দায়িত্ব সঠিকভাবে পালন করার। যত কম বিতর্ক হয় সেভাবেই কাজ চালিয়ে যাবো। আমার মূল লক্ষ্য থাকবে লিগ সঠিক সময় শুরু করে সঠিক সময়ের মধ্যে শেষ করার।’

আরআই/আইএইচএস/

Advertisement