খাগড়াছড়ির গুইমারায় অনুমোদনহীন চার ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ইটভাটায় পোড়ানোর জন্য মজুত করা কাঠ জব্দ করা হয়।
Advertisement
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার আমতলীপাড়ার মেসার্স তারা ইটভাটা, এসবি ইটভাটা, ফোর স্টার ইটভাটা ও বাইল্যাছড়ি এলাকার মদিনা ইটভাটায় অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রে রাজীব চৌধুরী।
লাইসেন্স ছাড়া ইট তৈরি, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহারের অপরাধে ওই চার ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রে রাজীব চৌধুরী বলেন, জব্দ কাঠ নিলামে তুলে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য জালিয়াপাড়া রেঞ্জ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement
মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জেআইএম