জয়পুরহাটে পিকআপে আগুন দেওয়ার ঘটনায় জেলা যুবদলের সদস্য সচিব মোক্তাদুল হক আদনান ও সদস্য মহিদুল ইসলাম খান রাজিবকে গ্রেফতার করেছে র্যাব।
Advertisement
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে পৌর শহরের হাউজিং স্টেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সন্ধ্যায় র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন: জয়পুরহাটে পিকআপে আগুন দেওয়ার ঘটনায় গ্রেফতার ১
গ্রেফতার আদনান শহরের বাটার মোড় এলাকার সামছুল হকের ছেলে ও রাজিব শান্তিনগর এলাকার আনোয়ার হোসেন খাঁনের ছেলে।
Advertisement
র্যাব অধিনায়ক মেজর শেখ সাদিক জানান, ১৮ নভেম্বর রাত ৯টার দিকে রাজশাহী থেকে একটি পিকআপ জয়পুরহাটে দিকে আসার পথে চকদাদরা ফকিরপাড়া গ্রামের খাড়ী ব্রীজের পশ্চিম পাশের সড়কে পিকআপটির গতিরোধ করে ৩০-৩৫ জন। এরপর সেই পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয় তারা।
আরও পড়ুন: জয়পুরহাটে পিকআপে আগুন: আরও একজন গ্রেফতার
তিনি আরও জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হয়। মামলার এজাহারভুক্ত আসামি মোক্তাদুল হক আদনান ও মহিদুল ইসলাম খাঁন রাজিবকে গ্রেফতার করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এনআইবি/এমএস
Advertisement