মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, ওপেন নির্বাচন হবে। আমি বিশ্বাস করি এক আসনে ৫০০ প্রার্থী থাকুক, জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে।
Advertisement
বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে টঙ্গীবাড়ী উপজেলায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এমিলি বলেন, ‘নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। জয়ের ব্যাপারে আওয়ামী লীগ শতভাগ আশাবাদী। আমরা পুরোপুরি আশাবাদী, কারণ আওয়ামী লীগ মানুষের জন্য থেকেছে। আমরা মানুষের বিপদে-আপদে, করোনায়, আলোতে-আধারে থেকেছি। মুন্সিগঞ্জ-২ আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো অন্যায় করেনি। তারা মানুষের সেবা করেছে। তাই জনগণ আবার নৌকায় ভোট দেবে। নৌকা আবার বিজয় হবে।’
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী ও রিটার্নিং কর্মকর্তা রাশেদুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন এমিলি। তবে বিধিনিষেধ থাকায় স্বল্প সংখ্যক নেতাকর্মী নিয়ে কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হন তিনি।
Advertisement
এসময় অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, ভাইস চেয়ারম্যান নাহিদ খান, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাফিজ আল আসাদ বারেক, সাধারণ সম্পাদক কবির হালদার, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান আনিস, উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান, সাধারণ সম্পাদক দিপু মাঝি প্রমুখ উপস্থিত ছিলেন।
এনিয়ে টানা চতুর্থবারের মতো মুন্সিগঞ্জ-২ আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতির দায়িত্বে থাকা সাগুফতা ইয়াসমিন এমিলি। এরআগে গত তিনটি নির্বাচনে নির্বাচিত হয়েছেন হেভিওয়েট এ নারী নেত্রী।
আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস
Advertisement