কৃষি ও প্রকৃতি

চাষ করুন শীতের ফুল অ্যাস্টার

শীতের মৌসুমের নান্দনিক ফুল অ্যাস্টার। ফুলটি বিভিন্ন রঙের হয়। সাদা, বেগুনি, নীল, লাল, হলুদ এবং বাদামি রঙে এদের দেখা মেলে। প্রতিটি মঞ্জুরির মাথায় এক বা একাধিক ফুল হয়। ফুলগুলো একবারই হয়।

Advertisement

এই ফুলের গাছ ছোট আকৃতির। এটি ঝোপালো হয়। অ্যাস্টার হচ্ছে ডালিয়া ফুলেরই একটি জাত। ফুলটি শীতকালীন। তাই ফুলগুলো বাগানকে আলোকিত করে রাখে।

আরও পড়ুন: শাপলা ও পদ্মফুল চাষে মাসে আয় ৫০ হাজার টাকা

নার্সারি থেকে উন্নতমানের চারা সংগ্রহ করার পর মোটামুটি দিনে ৬ থেকে ৮ ঘণ্টা সূর্যের আলো পায়, এমন জায়গায় স্থাপন করা উচিত। এতে গাছের চারা দ্রুত বেড়ে ওঠে। এছাড়া রোগে আক্রান্ত কম হয়।

Advertisement

অ্যাস্টার সুনিষ্কাশিত যে কোনো ধরনের মাটিতেই ভালো হয়। গাছটি যদি টবে স্থাপন করতে চান তাহলে মাঝারি (৮ থেকে ১০ ইঞ্চি) মাটির টব নির্বাচন করতে হবে।

আরও পড়ুন: চা বাগানের বাংলো যেন ফুলের স্বর্গরাজ্য

একবার চারা কেনার পর প্রত্যেক শীতে আর চারা কেনার প্রয়োজন নেই। এর ফুল থেকে আপনি বীজ সংরক্ষণ করে রাখতে পারবেন। পরের শীত আসার আগেই বীজ থেকে চারা তৈরি করে শীতজুড়েই উপভোগ করতে পারবেন।

এসইউ/এএসএম

Advertisement