স্মার্ট বাংলাদেশ পথ পরিক্রমায় শুরুতেই ই-নথি থেকে ডি-নথিতে যেতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৫টা থেকে শুরু হবে মাইগ্রেশনের কাজ। চলবে ৫ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত।
Advertisement
জনস্বার্থে জারি জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি। এত বলা হয়, ই-নথি থেকে ডি-নথিতে যেতে মাইগ্রেশন কাজের জন্য পাঁচদিন বিটিআরসির সব ধরনের অনলাইন আবেদন গ্রহণ ও ই-নথিভিত্তিক কার্যক্রম বন্ধ থাকবে।
বিটিআরসি সূত্র জানায়, এটুআই’র মাধ্যমে ডিসেম্বরে ই-নথি প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে। এরপর স্মার্ট ফাইল ব্যবস্থাপনায় শুরু হবে ডি-নথি। প্রচলিত নথি ব্যবস্থাপনার পরিবর্তে ইলেকট্রনিক পদ্ধতিতে নথি নিষ্পত্তির অনলাইন অফিস ব্যবস্থাপনা পদ্ধতি হচ্ছে ই-নথি।
ই-অফিস কার্যক্রমের অংশ হিসেবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অফিসে কাজের গতিশীলতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে বর্তমানে ১৩ হাজারেরও বেশি সরকারি অফিসের ১ লাখ ৩৪ হাজারেরও অধিক কর্মকর্তা ই-নথি ব্যবহার করছেন। এ পর্যন্ত ২ কোটি ২৮ লাখের বেশি ফাইল ই-নথি সিস্টেমের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে।
Advertisement
এদিকে, নতুন অর্থবছরের শুরুতে সরকারি কাজে সিদ্ধান্ত নেওয়ায় স্বচ্ছতা ও গতি বাড়ানোর স্বার্থে বর্তমানে ব্যবহৃত ই-নথির পরবর্তী ভার্সন ডি-নথি চালুর সিদ্ধান্ত হয়েছে। পর্যায়ক্রমে সব সরকারি দপ্তরে ডি-নথি ব্যবহার করা হবে।
এএএইচ/এসএনআর/জেআইএম