মৌলভীবাজারের কমলগঞ্জে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো মনিপুরী মৈতৈ সম্প্রদায়ের ৩৮তম মহারাস উৎসব। বৃহত্তম এ উৎসব উপলক্ষে বসেছিল বিশাল মেলা। রাসোৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তসহ দেশী-বিদেশি পর্যটকের ঢল নামে।
Advertisement
এর আগে সোমবার (২৮ নভেম্বর) দুপুরে কমলগঞ্জের উভয়স্থানে রাখালনৃত্যের মাধ্যমে শুরু হয়েছিল রাসলীলা। জাতি, ধর্ম-বর্ণ ভেদাভেদ ভুলে লাখো মানুষের সমাগম ঘটে। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পরিসমাপ্তি ঘটে এ উৎসবের।
রাস উৎসব ঘিরে প্রতিবারের মতো এবারও প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছিল। বসেছিল রকমারি আয়োজনে বিশাল মেলা। ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়েছে।
আরও পড়ুন: হবিগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের রাস উৎসব উদযাপন
Advertisement
মাধবপুর মহারাসলীলা সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সিংহ বলেন, ‘কমলগঞ্জের মাধবপুর জোড়ামণ্ডপ রাসোৎসব সিলেট বিভাগের মধ্যে ব্যতিক্রমী আয়োজন। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগমন ঘটে। এতে উৎসবস্থল মিলন মেলায় রূপ নেয়। রাসলীলায় মঞ্চস্থ মণিপুরি নৃত্য শুধু কমলগঞ্জের নয়, গোটা ভারতীয় উপমহাদেশ তথা সমগ্র বিশ্বের নৃত্যকলার মধ্যে একটি বিশেষ স্থান দখল করে নিয়েছে।
তিনি আরও বলেন, সব শেষে মধ্যরাতে পৃথক তিন মণ্ডপে রাসলীলা শুরু হয়। মধ্যরাতে লোকে লোকারণ্য হয়ে যায় মণ্ডপ প্রাঙ্গণ।এভাবে সারারাত নৃত্যের মাধ্যমে রাধা ও কৃষ্ণের মিলন ঘটানোর মাধ্যমে মঙ্গলবার সূর্যোদয়ের পর উৎসবের সমাপ্তি ঘটে।
জেএস/জেআইএম
Advertisement