ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় হয়েছেন ১৭৩ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৯১জন ডায়রিয়া আক্রান্ত রোগী।
Advertisement
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত পৌনে ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ পাঠানো এক বার্তায় এই তথ্য জানা গেছে।
বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন উপজেলায় ১৭৩ জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এরমধ্যে জেলা সদর উপজেলায় ৩৮ জন, বাঞ্ছারামপুর উপজেলায় ১২ জন, কসবা উপজেলায় আটজন, বিজয়নগর উপজেলায় আটজন, সরাইল উপজেলায় ১৩ জন, নবীনগর উপজেলায় ৫৪ জন, নাসিরনগর উপজেলায় ১০ জন, আখাউড়া উপজেলায় ৯ জন ও আশুগঞ্জ উপজেলায় ১১জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: হাসপাতালে নেই ইপিআই টিকার কার্ড, ফটোকপিতে চলছে কাজ
Advertisement
এছাড়াও জেলার বিভিন্ন হাসপাতালে ২৯১ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি আছেন। এরমধ্যে সদর হাসপাতাল ৭৯ জন, বাঞ্ছারামপুরে ২৭ জন, কসবায় ৩৫ জন, বিজয়নগরে ১২ জন, নাসিরনগরে ১৫ জন, নবীনগরে ৬৮ জন, আশুগঞ্জে ৩০ জন, সরাইলে ১৬ জন ও আখাউড়ায় ৯ জন হাসপাতালে ভর্তি আছেন। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যা বেশি।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরামউল্লাহ জাগো নিউজকে বলেন, এরই মধ্যে আমাদের সেলাইন সংকট দূর হয়েছে। পর্যাপ্ত সেলাইন ও ওষুধ মজুদ রয়েছে। চিকিৎসা সেবায় কোনো সমস্যা হবে না।
আবুল হাসনাত মো. রাফি/জেএস/এএসএম
Advertisement