জাতীয়

লিবিয়া থেকে ১৪৩ অনিয়মিত বাংলাদেশির প্রত্যাবাসন

লিবিয়া থেকে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় আটক ১৪৩ জনকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর পাঁচটায় বুরাক এয়ার (ইউজেড ০২২২) এর চাটার্ড ফ্লাইটযোগে তাদের দেশে আনা হয়।

এসব বাংলাদেশি নাগরিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর কর্মকর্তারা বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

এ সময় আইওএম-এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী উপহার দেওয়া হয়।

Advertisement

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলির প্রচেষ্টায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকেপড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এরই ধারাবহিকতায় আগামী ২৯ নভেম্বর এবং ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে।

আইএইচআর/এমআরএম

Advertisement