দেশজুড়ে

পরিবেশ দূষণের অভিযোগে কেমিক্যাল ফ্যাক্টরিকে লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পরিবেশে দূষণের অভিযাগে টাইলসের কেমিক্যাল ফ্যাক্টরির মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

Advertisement

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বড় মনোহরদী গ্রামে অভিযানকালে এ জরিমানা করেন। কেমিক্যাল ফ্যাক্টরিটি উকীল মিয়া ও মোক্তার হোসেন নামে দুই ব্যক্তির যৌথ মালিকানায় পরিচালিত।

শামসুজ্জাহান কনক জাগো নিউজকে বলেন, দীর্ঘ দিন ফ্যাক্টরিতে টাইলসের কেমিক্যাল তৈরী করে বাজারজাত করে আসছিলেন তারা। অভিযোগ রয়েছে একারণে আশেপাশের ফসলি জমি ও পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব পড়ছিল। অভিযোগের সত্যতা পেয়ে ফ্যাক্টরি কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা ও কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ সময় নারায়ণগঞ্জ পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

Advertisement

মোবাশ্বির শ্রাবণ/এনআইবি/জেআইএম