জাতীয়

যুবককে পিটিয়ে হত্যা, ছাত্রলীগের সাবেক নেতাসহ আটক ৩

চট্টগ্রামে সুমন সাহা (২৬) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। সোমবার রাতে রিয়াজউদ্দিন বাজারের আব্দুল্লাহ সিদ্দিকী রোডের আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় ঘটে এ ঘটনা।

Advertisement

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এমইএস কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মফিজুল ইসলাম দুলুসহ তিনজনকে আটক করে। পুলিশের ধারণা, মাদক ও স্বর্ণ চোরাচালানের আর্থিক লেনদেনের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহত সুমন সাহাও মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনাস্থলে থাকা এবং অভিযানে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আরএস টাওয়ারের দ্বিতীয় তলায় কিছু ব্যাচেলর বাসা রয়েছে। সুমনসহ তার অন্য সহযোগীরা সেখানকার এক বাসায় মাদক সেবন করেন। সেখানে মাদকের আসরে তাকে মারধর করা হয়। মারধরে সুমন অসুস্থ হয়ে পড়লে, অন্যরা সুমনের মামাকে ফোনে ডেকে নেন। সুমনের মামা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের এক কর্মকর্তা বলেন, মারধরে সুমনের শরীরের বিভিন্ন অংশ কালচে হয়ে রক্ত জমাট বেঁধে যায়। মাদক ও স্বর্ণ চোরাচালানের দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আটক সাবেক ছাত্রলীগ নেতাও সুমনের সঙ্গে এসব কাজে জড়িত বলে ধারণা করছে পুলিশ।

Advertisement

এ ব্যাপারে সিএমপির দক্ষিণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মূলত আর্থিক লেনদেনের বিরোধ নিয়ে ঘটেছে এ হত্যাকাণ্ড। এ নিয়ে মামলা প্রক্রিয়াধীন।

এমডিআএইচ/জেডএইচ/এমএস