দেশজুড়ে

হবিগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের রাস উৎসব উদযাপন

হবিগঞ্জে মনিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব মহা রাসলীলা উদযাপিত হয়েছে।

Advertisement

সোমবার (২৭ নভেম্বর) দিনগত রাত ১২টায় চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে মনিপুরী পাড়ায় এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে শিল্পীদের উপস্থাপিত হয় রাধাকৃষ্ণের প্রেমরস। উৎসব দেখতে কয়েকশ’ মানুষের সমাগম ঘটে। মনিপুরী শিশু নৃত্যশিল্পীদের সুনিপুন নৃত্য মুগ্ধ হন ভক্ত ও দর্শনার্থীরা। সারা রাত অনুষ্ঠান শেষে ভোর ৫টায় এর সমাপ্তি হয়।

উৎসব কমিটির উপদেষ্টা বীরশ্বর সিংহ জানান, ছয়শ্রী গ্রামের বিষ্ণুপ্রিয়া মনিপুরী সম্প্রদায় ৫০ বছর ধরে এ রাস উৎসবের আয়োজন করে আসছেন। ১৭৬৯ খ্রিষ্টাব্দে রাজা ভাগ্যচন্দ্র সিংহের আয়োজনে মনিপুরীরা প্রথম রাসলীলা পালন করেন। আগামীতেও এ আয়োজন অব্যাহত থাকবে।

Advertisement

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এনআইবি/জেআইএম