রানা প্লাজা ধ্বংসের (২৪ এপ্রিল ) ৩য় বর্ষপূর্তিতে শ্রমিক শোক দিবস ও ছুটি ঘোষণাসহ ৬ দফা দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।এসময় সমাবেশ থেকে তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে, রানা প্লাজা ও তাজরিন ফ্যাশন হত্যাকাণ্ডে জড়িত মালিকসহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আহত শ্রমিকদের পূনর্বাসন ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যে সকল কারখানায় শ্রমিকদের মার্তৃত্বকালীন ছুটি, হাজিরা কার্ড, বাৎসরিক ছুটি প্রদান করা হচ্ছে না, তা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। পোশাক শিল্পে শ্রমিকদের রেশনিং ও আবাসনের ব্যবস্থা করতে হবে।অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার সহ জুরাইনের রানা প্লাজা ও তাজরিনের নিহত শ্রমিকদের কবরগুলো সংরক্ষণ করতে হবে।সংগঠনের সভাপতি বাহারানে সুলতানা বাহারের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোহম্মাদ মোস্তফা, শ্রমিক নেতা সাইদুল গণি, সখি আক্তার প্রমুখ।এএস/এএইচ/এবিএস
Advertisement