রাজধানীর আইডিয়াল কলেজের শিশির আহম্মেদ নামে এক শিক্ষার্থীকে মেরে মাথা ফাটিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এসময় মারধরে আদনান এবং হাসান নামের আইডিয়াল কলেজের আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা সবাই উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
Advertisement
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার পর সায়েন্সল্যাব মোড়ে এ ঘটনা ঘটে। পরে আহতরা রাজধানীর একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আইডিয়াল কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রায়ই মারামারি, সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় আজও এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনার পরে সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকদিন আগে ঢাকা কলেজের এক ছাত্রকে একা পেয়ে মারধর করেছিল আইয়াল কলেজের শিক্ষার্থীরা।
এ বিষয়ে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ শফিকুল গণি সাবু বলেন, এমন ঘটনা প্রায়ই ঘটে। আমাদের টহল পুলিশ আছে। কেউ লিখিত অভিযোগ করেনি।
Advertisement
আরও পড়ুন>> প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে বিভ্রান্তিতে ঢাকা কলেজ
কলাবাগান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এরকম ঘটনা ঘটছেই। এর আগে শুনলাম টিএসসিতে মারামারির ঘটনা ঘটেছে। সেটা এ পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি নিয়ে আমরা দুই কলেজের অধ্যক্ষদের সঙ্গে কথা বলছি।
এনএস/এমএইচআর/জেআইএম
Advertisement