‘সরকার স্বেচ্ছাচারিতার মাধ্যমে নির্বাচন করতে চাইলে জনগণ তাতে অংশগ্রহণ না করে জবাব দেবে। আওয়ামী লীগের আশা পূরণ হবে না। সামনের দিনের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে। কী হবে সেটা সময় বলে দেবে।’
Advertisement
জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সাক্ষাৎকার নিয়েছেন খালিদ হোসেন।
জাগো নিউজ: চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?
আন্দালিব রহমান পার্থ: আমরা আমাদের কাজ করছি। আমরা আগেই বলেছি, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, হয় না, জনগণ ভোট দিতে পারে না। এখন আওয়ামী লীগ তো নির্বাচন করতে চাইবে। আমার বিশ্বাস জনগণ এবার ভোটকেন্দ্রে না গিয়ে জবাব দেবে। আওয়ামী লীগের আশা পূরণ হবে না। সাধারণ মানুষ ভোটে যাবে না, অংশগ্রহণ করবে না।
Advertisement
জাগো নিউজ: চলমান সরকারবিরোধী আন্দোলন আপনি কীভাবে দেখছেন?
আরও পড়ুন>> তবে কি নৌকায় উঠছেন রওশন এরশাদ!
আন্দালিব রহমান পার্থ: আন্দোলন চলছে চলবে। এখানে এখন বিদেশিদেরও বড় একটা ভূমিকা আছে। আমি শিওর বিদেশিরাও একটা সময় তাদের চাপ প্রয়োগ করবে।
বিশ দলে আমরা যখন যেতাম তখন ইবরাহিম সাহেব চাটুকারিতা ছাড়া ম্যাডামের সঙ্গে কথা বলতে পারতেন না। জামায়াতের কপালেও চুমু খেতেন। রাজনীতিবিদ হিসেবে তিনি হালকা প্রকৃতির। উনি যেটা করেছেন এ ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই।
Advertisement
জাগো নিউজ: চলমান আন্দোলনে জনগণের সমর্থন কেমন দেখছেন?
আন্দালিব রহমান পার্থ: হরতাল-অবরোধে দূরপাল্লার বাস চলছে না। সরকারের বিরুদ্ধে জনগণের ইন্টারনাল সমর্থন আছে। জিনিসপত্রের দাম বেশি, জনগণ ভোট দিতে পারে না। সেক্ষেত্রে সব সময় জনগণের নৈতিক সমর্থন সরকারবিরোধী আন্দোলনে থাকেই।
জাগো নিউজ: চলমান আন্দোলনে কি কাঙ্ক্ষিত দাবি আদায় হবে?
আরও পড়ুন>> ‘নির্বাচন ঠেকাতে’ ডিসেম্বরে আসনভিত্তিক আন্দোলনে যাবে বিএনপি
আন্দালিব রহমান পার্থ: দাবি আদায় এটাতো বিষয় না, আন্দোলন তো আন্দোলনই। আন্দোলন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে কি না সেটা সময় বলে দেবে। কিন্তু আন্দোলন যেটা সেটা করে যেতে হবে।
জাগো নিউজ: সামনের দিনের রাজনৈতিক পরিস্থিতি কেমন দেখছেন?
আন্দালিব রহমান পার্থ: সামনের দিনের রাজনীতি পরিস্থিতি অনেক ঘোলাটে। কী হবে বলা মুশকিল। অন্য সরকারের চেয়ে এ সরকার একটু অন্যরকম। বিরোধী দলের ওপর দমন-নির্যাতনের এমন প্রেক্ষাপট জনগণ আগে দেখেনি। আমার মনে হয় এ সরকার ভিন্ন ধরনের। তবে সময় বলে দেবে সামনে কী হয়।
আন্দোলন চলছে চলবে। এখানে এখন বিদেশিদেরও বড় একটা ভূমিকা আছে। আমি শিওর বিদেশিরাও একটা সময় তাদের চাপ প্রয়োগ করবে।
জাগো নিউজ: আন্দোলনকারীদের মধ্যে থেকে যারা নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাদের নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কি না?
আরও পড়ুন>> নিবন্ধন ছাড়াই ‘বিকল্প পন্থায়’ নির্বাচনে যাবে জামায়াত
আন্দালিব রহমান পার্থ: ইব্রাহিম সাহেবের (সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, চেয়ারম্যান, বাংলাদেশ কল্যাণ পার্টি) বিষয়টা আলাদা। ওয়ান ইলেভেনের সময় তিনি দুই নেত্রীর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ইবরাহিম সাহেবকে আসলে আমি স্বাধীনতা যুদ্ধে রণাঙ্গনের যে ভূমিকা সেটা দিয়ে মূল্যায়ন করতে চাই। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে। ২০ দলে আমরা যখন যেতাম তখন ইবরাহিম সাহেব চাটুকারিতা ছাড়া ম্যাডামের সঙ্গে কথা বলতে পারতেন না। জামায়াতের কপালেও চুমু খেতেন। রাজনীতিবিদ হিসেবে তিনি হালকা প্রকৃতির। উনি যেটা করেছেন এ ব্যাপারে অবাক হওয়ার কিছু নেই। আমি ওনাকে মুক্তিযুদ্ধের রণাঙ্গনের ভূমিকা দিয়ে মূল্যায়ন করতে চাই।
জাগো নিউজ: বিদ্যমান ব্যবস্থায় আপনি কি নির্বাচনে যাবেন?
আন্দালিব রহমান পার্থ: আমাকে এই প্রশ্ন করা আর লজ্জা দেওয়া একই কথা। গত ১৫ বছরে আমি এলোমেলো কথা বলিনি। আমি সব সময় জনগণের পক্ষে।
কেএইচ/এএসএ/জিকেএস