খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজের জয়ে ক্যারিবিয়ানদের চেয়ে বেশি খুশি বাংলাদেশিরা

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেমিফাইনালে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। জয়ের পর আনন্দে উৎসব করেছেন গেইল-স্যামিরা। তবে এ জয়ের পর ক্যারিবিয়ানরা যতটুকু আনন্দ করেছেন তার চেয়ে ঢের বেশি করেছেন বাংলাদেশের হাজারো ক্রিকেটপ্রেমী। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উৎসবে মেতেছেন ভক্তরা। সবাই দাবি করছেন ওয়েস্ট ইন্ডিজের জয়ে জয় হলো ক্রিকেটের।জাহিদুল ইসলাম নামে একজন লিখেছেন সবচেয়ে সুন্দর স্ট্যাটাস, ‘অবশেষে কলঙ্কমুক্ত হলো টি-২০ বিশ্বকাপ। অভিনন্দন ওয়েস্ট ইন্ডিজ’ আবির হাশমি নামে একজন লিখেছেন, ‘এ জয়টি বড় বেশি প্রয়োজন ছিল। ওয়েস্ট ইন্ডিজের জন্য নয়। বাংলাদেশের জন্যও না। প্রয়োজন ছিল ক্রিকেটের জয়ের জন্য।’সুমন নামে একজন টুইটারে লিখেছেন, ‘ইয়ান গোল্ড চেষ্টার ত্রুটি রাখেনি। কিন্তু আজ তার দিন ছিলনা। সুযোগ কম পাওয়ায় জিতল ক্রিকেট হারলো আইসিসি ও ভারত।’নানা রকম স্ট্যাটাস, টুইট দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম মাতিয়ে রাখেন প্রায় সকল ক্রিকেটভক্ত। পলাশ রয় নামের একজন লিখেছেন, ‘এত্তো মজা লাগতেছে ক্যারে, ইন্ডিয়া বাঁশ খাওয়ার পর উড়তে ইচ্ছা করতেছে।’জোবায়ের রহমান সজীব নামে একজন লিখেছেন, ‘ইচ্ছা ছিল বাংলাদেশের সাথে ইন্ডিয়া হারলে মাথায় লুঙ্গি বাইন্দা ছবি পোস্ট করুম কিন্তু পারি নাই। আসা ছিল অস্ট্রেলিয়ার সাথে হারবো কিন্তু হারে নাই। তবে আজ ওয়েস্ট ইন্ডিজ সাথে হারার পর আর থাকতে পারলাম না।’মো. মাহবুবুর রহমান নামে একজন লিখেছেন, ‘নিজ দেশে দর্শক বনে গেলো দাদারা। কি মজা।’ সাজ্জাদ কবির অমি লিখেছেন, ‘১টা দেশকে হারিয়ে, পুরো বিশ্বকে জিতিয়ে দিলো ওয়েস্ট ইন্ডিজ। ১ মিনিটের নীরবতা তাদের জন্য, যারা ভারতের ১৯২ রান দেখেই ভেবেছিল ভারত জিতে যাবে।’এছাড়াও রাজধানীর কয়েক জায়গায় আতশবাজি ফুটিয়ে আনন্দে মেতে ওঠে ভক্তরা। কিছু কিছু এলাকায় মিছিল নিয়ে বের হন ভক্তরা। সবার একই কথা ওয়েস্ট ইন্ডিজ নয় জিতেছে ক্রিকেট।ভারতের কাছে মাত্র ১ রানে হেরে বিশ্বকাপ শেষ হয়েছিল বাংলাদেশের। শেষ তিন বলে ২ রান তুলতে গিয়ে টানা তিন বলে তিন উইকেট হারায় মাশরাফিরা। কিন্তু ক্ষতটা সেদিন তৈরি হয়নি টাইগারদের। এর অনেক আগে থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে। অস্ট্রেলিয়াতে ওয়ানডে বিশ্বকাপে অন্যায়ভাবে বাংলাদেশকে হারায় ভারত।এরপর চলতি বিশ্বকাপে কিছু মোড়লের নিয়ন্ত্রিত আইসিসি থেকে দেশসেরা ফাস্ট বোলার তাসকিনের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি করে। এর পর বাংলাদেশি ক্রিকেটভক্তদের মনে ক্ষোভ জমে মোড়ল দেশ ভারতের উপর।আরটি/বিএ

Advertisement