দেশজুড়ে

দিনাজপুর বোর্ডের ১৬ কলেজের কেউ পাস করেনি

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ১৬ কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি। এ ১৬ কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৪৬ জন।

Advertisement

কলেজগুলো হচ্ছে, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ আদর্শ কলেজ, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজ, নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যাণ মহিলা কলেজ, ভূরুঙ্গামারী উপজেলার মাইদাম কলেজ, রৌমারি উপজেলার দান্ত ভাঙা মডেল কলেজ, লালমনিরহাট আদিতমারী উপজেলার ভেলাবাড়ী স্কুল অ্যান্ড কলেজ, কুমারীরহাট এস সি বি এল হাই স্কুল অ্যান্ড কলেজ, কালিগঞ্জ উপজেলার দুহুলি এস সি হাই স্কুল অ্যান্ড কলেজ, দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, গাইবান্ধা জেলার পরাশবাড়ী উপজেলার ফকিরহাট মহিলা কলেজ, নীলফামারীর জলঢাকা উপজেলার গলমুন্ডা আদর্শ কলেজ, ঠাকুরগাঁও সদর উপজেলার কদম রসুল হাট স্কুল অ্যান্ড কলেজ, বালিয়াডাঙ্গী উপজেলার মড়াল হাট জনতা স্কুল অ্যান্ড কলেজ, পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ এবং দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বেপারীটলা আদর্শ কলেজ ও ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী আদর্শ কলেজ।

এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম

Advertisement