রাজনীতি

নৌকার টিকিট পেলেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব আবুল কালাম

জামালপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ।

Advertisement

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়নের এ তালিকা ঘোষণা করেন।

আবুল কালাম আজাদ বিসিএস ’৮১ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন মুখ্যসচিব হিসেবে নিয়োগ পান তিনি। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন>> মাগুরা-১ আসনে মনোনয়ন পেলেন সাকিব

Advertisement

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালনের আগে আবুল কালাম আজাদ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ও বিদ্যুৎ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

ইএ/জেআইএম