রাজধানীর মালিবাগের এক আবাসিক হোটেল থেকে মিজানুর রহমান (৪৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
রোববার (২৬ নভেম্বর) সকাল আটটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শনিবার রাতে হোটেল কক্ষ থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজ বলেন, খবর পেয়ে মালিবাগের সবুজ বাংলা আবাসিক হোটেলে যাই। ওই হোটেলের চতুর্থ তলার ২৯ নম্বর কক্ষ থেকে মিজানুর রহমান নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি মিজানুর রহমান একটি টেইলার্সে দর্জির কাজ করতেন। গত শুক্রবার রাত এগারোটার দিকে ওই হোটেলে ওঠেন। আমাদের ধারণা স্ট্রোক করে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Advertisement
নিহত মিজানুর রহমান রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার মো. আজমল আলী শেখের সন্তান।
কাজী আল-আমিন/কেএসআর/জিকেএস