রাঙ্গামাটিতে শিশুকে বলাৎকারের দায়ে মো. ওমর সাদেক রিয়াদ (২১) নামে এক আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।
Advertisement
রোববার (২৬ নভেম্বর) সকালে ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেনের আদালত এই রায় প্রদান করেন।
রায়ে উল্লেখ করা হয়, ২০২০ সালে ৯ অক্টোবর ভুক্তভোগী তার বন্ধুদের সঙ্গে রাঙ্গামাটির শান্তিনগর বাস স্ট্যান্ডে লুকোচুরি খেলতে যায়। খেলার এক পর্যায়ে সে বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে উঠে পড়ে। ট্রাক থেকে নামার সময় আসামি মো. ওমর সাদেক রিয়াদ তাকে কাঁচি দিয়ে জিম্মি করে ট্রাকের নিচে নিয়ে গিয়ে বলাৎকার করে। পরবর্তীতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রাঙ্গামাটির কোতয়ালী থানায় মামলা করেন। পরে পুলিশ রিপোর্ট, ডিএনএ টেস্ট ও মেডিকেল রিপোর্টে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন: কোচিংয়ে ছাত্রীর শ্লীলতাহানি, শিক্ষকের ৫ বছর কারাদণ্ড
Advertisement
রায়ে আরও উল্লেখ করা হয়, কারাদণ্ড ছাড়া ভুক্তভোগীর পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ৯০ কার্যদিবসের মধ্যে এক লাখ টাকা জরিমানার অর্থদণ্ড পরিশোধ করতে হবে। পরিশোধে ব্যর্থ হলে আসামির স্থাবর, অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা নিতে জেলা কালেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি বলেন, সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত আসামিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ প্রদান করেছেন। এতে আমরা সন্তুষ্ট।
সাইফুল উদ্দীন/জেএস/এমএস
Advertisement