খেলাধুলা

ভারতকে হারিয়ে ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ

২০তম ওভারের ৪র্থ বল। বোলার বিরাট কোহলি। হার্দিক পাণ্ডিয়া যেভাবে মাহমুদুল্লাহ আর মুশফিকুর রহিমকে ফুলটস দিয়ে বোকা বানিয়েছিলেন, কিংবা নিজের প্রথম ওভারে যেভাবে ফুলটস দিয়ে বোকা বানিয়েছিলেন জনসন চার্লসকে, সেভাবে বোকা বানাতে চেয়েছিলেন আন্দ্রে রাসেলকেও; কিন্তু বক তো আর সব ঢিলে মরে না। আন্দ্রে রাসেলের মতো টি-টোয়েন্টির পরীক্ষিত ক্রিকেটারের কাছে তো ফুলটসটা মনে হলো যক্ষের ধন। সুতরাং, তার আসল মূল্য পাওয়াই উচিৎ।মিড উইকেট দিয়ে হাওয়ায় ভাসিয়ে দিলেন। ধোনি-কোহলিরা ভেবেছিল এবারও বুঝি বল মাঠে থেকে যাবে; কিন্তু না বল সোজা গিয়ে আছড়ে পড়লো গ্যালারিতে। শটটা খেলেই দৌড় দিলেন রাসেল। একটু দৌড়ে এসে শূন্যে লাফিয়ে উঠলেন। শূন্যে থেকেই অজানার উদ্দেশ্যে মুষ্টিবদ্ধ হাত ছুড়ে মারলেন। সেই মুষ্টিবদ্ধ ছোড়া হাতেই যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে পড়লো ভারত। ৭ উইকেটে স্বাগতিকদের পরাজিত করে টি-টোয়েন্টির বিশ্বকাপে পৌঁছে গেলো ওয়েস্ট ইন্ডিজ।১৯২ রানের বিশাল রান টপকাতে গিয়ে ক্রিস গেইল-মারলন স্যামুয়েলসের মতো পরীক্ষিত ব্যাটসম্যানদের হারিয়ে মনে হচ্ছিল ওয়েস্ট ইন্ডিজের পরাজয়টা অবধারিতই। সেখান থেকে জনসন চার্লস আর লেন্ডল সিমন্সের দুর্দান্ত একটি জুটিই ওয়েস্ট ইন্ডিহজকে খেলায় ফিরিয়ে আনে। শেষ পর্যন্ত ২০ বলে আন্দ্রে রাসেলের ৪০ এবং ৫‌১ বলে লেন্ডল সিমন্সের ৮২ রানই ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গেলো স্বপ্নের ফাইনালে।শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রানের। ১৪তম ওভারে বল করতে এসে জনসন চার্লসকে যেভাবে আউট করেছিলেন কোহলি, সে কারণেই তাকে নিয়ে আসা হলো শেষ ওভারে। যদি ম্যাজিক্যালি কিছু করে বসতে পারেন, এই আশায়। প্রথম বলে সিমন্স নেন ১ রান। দ্বিতীয় বলে কোনো রান নয়। তৃতীয় বলেই বাউন্ডারি মারেন রাসেল। চতুর্থ বলে ছক্কা। অসাধারণ এক জয়।কী এক অসাধারণ ম্যাচ। ক্ষণে ক্ষণে রঙ বদলেছিল। শেষ ওভারের আগ পর্যন্তও বোঝা যাচ্ছিল না কে জিতবে। তবে ১৯২ রান করার পর যারা ভারতেরই জয় ভেবে খেলা দেখা ছেড়ে দিয়েছিল, তাদের জন্য আফসোস। দুর্দান্ত একটি ম্যাচ দেখা থেকে বঞ্চিত হলো তারা। টি-টোয়েন্টির আদর্শ একটি ম্যাচ। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচ সচরাচরই যে দেখা যায় না!৫১ বলে ৮২ রান করা লেন্ডল সিমন্স ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। ৫টি ছয় ও ৭টি চারে সাজানো ছিল তার ইনিংস। ২০ বলে ৪০ রান করা আন্দ্রে রাসেল ৩টি বাউন্ডারির সঙ্গে মারেন ৪টি ছক্কা। চার্লস জনসন ৩৬ বলে করেন ৫২ রান। ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৭টি বাউন্ডারি এবং ২টি ছক্কা।এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে এবং বিরাট কোহলির ব্যাটে ভর করে ১৯২ রান করে ভারত। ৪৭ বলে ৮৯ রান করেন বিরাট কোহলি।এর আগে, বুধবার প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ইংল্যান্ড। উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলও ফাইনালের টিকিট কেটেছে।আইএইচএস/বিএ

Advertisement