ধর্ম

ফজরের ওয়াক্তে নফল নামাজ পড়া কি মাকরুহ?

ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের দুরাকাত সুন্নত ছাড়া অন্য নফল নামাজ পড়ার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। এ সময় নফল নামাজ পড়া মাকরুহ। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন,لَا صَلَاةَ بَعْدَ طُلُوعِ الْفَجْرِ إِلَّا رَكْعَتَيِ الْفَجْرِ.সুবহে সাদিক হওয়ার পর দুই রাকাত সুন্নত ছাড়া কোনো নামাজ নেই। (মুসান্নাফে আবদুর রাজ্জাক: ৪৭৫৭)হাফসা (রা.) বলেন, যখন সুবহে সাদিক হয়ে যেত, তখন রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) শুধু ফজরের দুরাকাত সুন্নত সংক্ষেপে (ছোট সুরা দিয়ে) পড়তেন। (সহিহ মুসলিম: ৭২৩)

Advertisement

ফজরের নামাজ পড়ার পর সূর্যোদয় পর্যন্তও নফল নামাজ পড়া মাকরুহ। অর্থাৎ ফজরের সময় হওয়ার পর থেকে সুর্যোদয় পর্যন্ত কোনো নফল নামাজ পড়া যাবে না, শুধু ফজরের দুরাকাত সুন্নত ও দুরাকাত ফরজ পড়তে হবে। এ ছাড়া আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ।

ওএফএফ/এমএস

Advertisement