লক্ষ্মীপুরের রামগঞ্জে হাঁটতে বের হয়ে একটি পরিত্যক্ত সেফটিক ট্যাংকে পড়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুর ইউনিয়নের নুনিয়াপাড়া গ্রামের মাদার বাড়ির বাগানে এ ঘটনা ঘটে।
Advertisement
নিহতরা হলেন- একই গ্রামের বাসিন্দা সফি উল্যাহ (৬০) ও তার ছেলের ঘরে নাতি ওমর ফারুক (২)।
স্থানীয়রা জানায়, সকালে সফি তার নাতি ফারুককে নিয়ে হাঁটতে বের হন। দীর্ঘ সময় পার হলেও তারা ঘরে ফিরে আসছিলেন না। বাড়ির লোকজন তাদের খুঁজতে বের হন। একপর্যায়ে পরিত্যক্ত সেফটিক ট্যাংকে তাদের মরদেহ দেখতে পান। তাদের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে।
সফি উল্যাহর স্ত্রী মনোয়ারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রায় সময় দাদা-নাতি হাঁটতে বের হতো। এভাবে তারা আমাদের কাছ থেকে চলে যাবে তা মানতে পারছি না। আল্লাহ কেন এমন করলো। এর আগে গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লেগে ছেলে বাবুর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে এখন নিঃস্ব হয়ে পড়েছে। সফি ও ফারুকের মৃত্যুতে সবাই ভেঙে পড়েছে।
Advertisement
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জাগো নিউজকে বলেন, দাদা-নাতি সেফটিক ট্যাংকে পড়ে মারা গেছেন। পরে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। পরিবারের কোনো অভিযোগ নেই। এতে আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
কাজল কায়েস/এসজে/জেআইএম