মেটার মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। কোটি কোটি ব্যবহারকারী আছে প্ল্যাটফর্মটির। প্রতিনিয়ত আপডেট হচ্ছে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে। এবার নতুন এক ফিচার যুক্ত হয়েছে।
Advertisement
ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস। টিকটকের বিকল্প হিসেবে এই ফিচারটি নিয়ে এসেছিল মেটা। এরপর থেকে জনপ্রিয়তার শীর্ষে আছে ফিচারটি। তবে এতদিন অন্যের রিলস ডাউনলোডের সুযোগ ছিল না ইনস্টাগ্রামে। এখন সেই সুবিধাও পাবেন ব্যবহারকারীরা।
অর্থাৎ ইনস্টা রিলস ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে আর কোনো থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হবে না। আবার দরকার হবে না স্ক্রিন রেকর্ডিং করারও। সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্যই এই ফিচারটি নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন: ইনস্টাগ্রাম রিলস হবে আরও মজার
Advertisement
ইনস্টাগ্রামের প্রধান আদাম মোসেরি ঘোষণা করেছেন, অ্যাপের অফিসিয়াল চ্যানেল থেকেই নতুন আপডেটটি পাবেন ব্যবহারকারীরা। লেটেস্ট ফিচারের সাহায্যে পাবলিক অ্যাকাউন্ট থেকে আপনার ক্যামেরা রোলে রিলস সেভ করে রাখতে পারবেন। তবে আপনি যে ইনস্টাগ্রাম রিলই ডাউনলোড করুন না কেন, কনটেন্ট ক্রিয়েটরের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ওয়াটারমার্ক থেকে যাবে।
দেখে নিন কীভাবে কাজটি করতে পারবেন-
>> এজন্য সেই রিলটি খুলতে হবে, যেটি আপনি ডাউনলোড করতে চান। >> সেখানে ‘শেয়ার’ আইকনে ট্যাপ করুন পেপার এয়ারপ্লেন আইকন দিয়ে।>> এখানেই আপনি একটি ডাউনলোড অপশনও দেখতে পাবেন। >> সেখানে ট্যাপ করলেই ইনস্টা রিলস ভিডিও আপনার ক্যামেরা রোলে সেভ হয়ে যাবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Advertisement
কেএসকে/জেআইএম