বিনোদন

নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই: পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণির নানা মারা যাওয়ার তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। তার নানাকে সমাহিত করার পর পরীমণি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন।

Advertisement

স্ট্যাটাসে পরীমণি লিখেছেন, এই কবরস্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মরে যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগে নাই কোনো দিন।

এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন এই মানুষটা আমার জন্যে কি ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বট গাছ করে দিয়ে গেছে।

পরীমণি আরও লেখেন, এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিবেন এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কলেমা পড়তে পেরেছি! আহা নানুভাই কতো সান্ত্বনায় রেখে গেলো আমাকে। জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর।

Advertisement

এমএমএফ/জেআইএম