আন্তর্জাতিক

গাজায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলের নতুন করে শুরু হওয়া বিমান হামলায় আজ শনিবার ১১ জন নিহত হয়েছে। এই নিয়ে গত ১২ দিনে গাজায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এদিকে যুদ্ধবিরতিতে উভয় পক্ষকে রাজি করাতে আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হিসেবে আজ (শনিবার) জাতিসংঘের মহাসচিব বান কি মুন ওই অঞ্চলে সফরে যাচ্ছেন। খবর- এএফপিজানা যায়, শনিবার ভোরে খান ইউনিস শহরে একটি মসজিদের বাইরে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে সাতজন নিহত হয়। এরপর অন্য আরেকটি হামলায় চারজন প্রাণ হারায়। আজকের এই ঘটনা নিয়ে গত ১২ দিনে গাজায় নিহতের সংখ্যা দাড়াঁলো ৩০৭ জনে। আহত হয়েছে দুই সহস্রাধিক ফিলিস্তিনি। হতাহত ব্যক্তিদের অধিকাংশ বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।অপর দিকে চলমান সংঘাতে এ পর্যন্ত দুজন ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েকজন।জাতিসংঘের পক্ষ থেকে শুক্রবার বলা হয়েছে, চলমান সহিংসতা বন্ধে উভয় পক্ষকে একটি সমঝোতায় আনার লক্ষ্যে সংস্থাটির মহাসচিব বান কি মুন আজ (শনিবার) ওই অঞ্চল সফরে যাচ্ছেন।অন্যদিকে নিজেকে রক্ষার ব্যাপারে ইসরায়েলের অধিকারের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে বেসামরিক মানুষের প্রাণহানি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

Advertisement