চট্টগ্রামের বাঁশখালীতে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আহমদ ছফা (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
Advertisement
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-বাঁশখালী প্রধান সড়কের কালীপুর ইউনিয়নের ছপিরের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আহমদ ছফা বাঁশখালী থানাধীন সরল ইউনিয়নের জালিয়াঘাটা ১ নম্বর ওয়ার্ড এলাকার মৃত শরবত আলী ছেলে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর কালীপুর ছপিরের দোকান এলাকার পিএবি (পটিয়া-আনোয়ারা-বাঁশখালী) সড়কে একটি ডাম্প ট্রাকের সঙ্গে অপর একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আহমদ ছফা গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁশখালীর রামদাস মুন্সিরহাট তদন্ত কেন্দ্র এসআই মনোয়ার হোসেন বলেন, ডাম্প ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে।ইকবাল হোসেন/জেএইচ
Advertisement