টিভি নাটকের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী শ্যামল মাওলা ও জাকিয়া বারী মম। এর আগে বেশকিছু নাটকে একসঙ্গে অভিনয় করেছেন তারা। সে ধারাবাহিকতায় আবারও একটি নাটকে একসঙ্গে জুটি বাঁধছেন।
Advertisement
আরও পড়ুন: রাশেদ সীমান্তের হাফ সেঞ্চুরি
এ নাটকটির নাম ‘সেলুলয়েড’। তানিম রহমান অংশুর পরিচালিত এ নাটকটির শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে।
শ্যামল মাওলা বলেন, ‘নাটকটিও জীবন ঘনিষ্ঠ গল্পের নাটক। কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আটকে রাখতে চাই না। সব সময় দর্শকদের কথা মাথায় রেখেই কাজ করি। বৈচিত্র্য আছে, এমন গল্পে কাজ করতে চাই। ঠিক তেমনই একটি গল্পের নাটক ‘সেলুলয়েড’ আশা করি নাটকটি ভালো লাগবে দর্শকদের।’
Advertisement
মম বলেন, ‘শ্যামলের সাথে এর আগে অনেক কাজ হয়েছে। গল্পটা চমৎকার। আমরা চেষ্টা করেছি পর্দায় নিজেদের চরিত্রটা সঠিকভাবে উপস্থাপন করতে। আর অংশু ভাইয়ের নির্মাণও আমার ভালো লাগে। সবমিলিয়ে আশা করছি ভালো লাগবে দর্শকের।’
শ্যামল-মমর ‘সেলুলয়েড’ নাটকটি আসছে ৭ ডিসেম্বর সন্ধ্যায় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিলের ‘গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা’ ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
আরও পড়ুন: বিয়ের তারিখ জানালেন স্বাগতা
এদিকে গানচিলের অপারেশন্স প্রধান লুৎফর হাসান জানান, দেশের সুস্থ ধারার সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে গানচিল মিউজিক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।
Advertisement
একই প্রতিষ্ঠানের অঙ্গ প্রতিষ্ঠান গানচিল ড্রামা অ্যান্ড সিনেমা। কোভিড ও নানান জটিলতায় বেশ কিছুদিন বিরতির পর ফের সরব হচ্ছে প্রতিষ্ঠানটি। এক ঝাঁক নাটকের কাজ এরই মধ্যে শুরু হয়ে গেছে। জীবনের অব্যক্ত নানান কথা বেরিয়ে আসবে গানচিলের প্রতিটি গল্পে।
এমআই/এমএমএফ/জিকেএস