বিনোদন

সেরাদের স্থানে মিয়ানমারের অভিনেত্রী

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির করা ১০০ প্রভাবশালী নারীর তালিকায় স্থান পেয়েছেন মিয়ানমারের অভিনেত্রী কিং হেনিন ওয়াই। তাকে মানবসেবায় অসামান্য অবদান রাখার জন্য এ তালিকায় নির্বাচিত করা হয়।

Advertisement

জানা গেছে, ২০১৪ সালে মিয়ানমারের এ অভিনেত্রী স্বনামে একটি ফাউন্ডেশন চালু করেন। কিং হেনিন ওয়াইয়ের এ সংস্থা এতিম ও মা-বাবা পরিত্যক্তদের নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে। এখন পর্যন্ত অসহায় ১০০ শিশুকে সাহায্য করেছেন এ অভিনেত্রী।

কিং হেনিন ওয়াই শিশু পাচারের বিরুদ্ধেও কাজ করেন আলোচনায় আসেন। তার অভিনীত সিনেমা ‘সান ইয়ে’ প্রায় ২৫ বছর আগে মুক্তি পেয়েছিল। এ সিনেমায় প্রধান চরিত্রে কিং হেনিন ওয়াই। এরপর থেকে মিয়ানমারজুড়ে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। কিং হেনিন ওয়াই মিয়ানমারের সিনেমার অন্যতম সফল তারকা। বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় তার নাম উঠে আসায় মিয়ানমারের সিনেমাপ্রেমীরা বেশ উচ্ছ্বসিত।

এমএমএফ/জিকেএস

Advertisement