ধর্ম

আখেরাত সত্য ওয়াদা

শাদ্দাদ ইবনে আওস (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) একদিন খুতবা দিতে দাঁড়িয়ে বললেন, লোকসকল! দুনিয়া ক্ষণস্থায়ী সম্পদ, এটা নেককার ও পাপাচারী সবাই ভোগ করতে পারে। আখেরাত হলো সত্য ওয়াদা; সেখানে শক্তিমান বাদশাহ ফয়সালা করবেন, সত্য প্রতিষ্ঠা করবেন, মিথ্যা বাতিল করবেন। আপনারা আখেরাতের সন্তান হোন, দুনিয়ার সন্তান হবেন না; সন্তানরা মায়ের অনুসরণ করে।

Advertisement

মনে রাখবেন, কল্যাণ/ভালো সম্পূর্ণভাবে সব প্রকরণসহ জান্নাতে থাকবে আর অকল্যাণ/মন্দ সম্পূর্ণভাবে সব প্রকরণসহ জাহান্নামে থাকবে। অন্তরে আল্লাহর ভয় নিয়ে তার বিধিবিধান সম্পর্কে সজাগ থেকে আমল করুন এবং জেনে রাখুন আপনাদের সামনে আপনাদের আমল পেশ করা হবে এবং অবশ্যই আপনাদের রবের সাথে আপনাদের দেখা হবে।

فَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ خَیۡرًا یَّرَهٗ وَمَنۡ یَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّۃٍ شَرًّا یَّرَهٗ

কেউ অণু পরিমাণ ভালো কাজ করলে তা সে দেখবে, আর কেউ অণু পরিমাণ খারাপ কাজ করলে তাও সে দেখবে। (সুরা যিলযাল: ৭, ৮)

Advertisement

সূত্র: সুনান আল-বায়হাকি ৩/২১৬

ওএফএফ/এএসএম