খেলাধুলা

ম্যাচ ফিক্সিং করেছিলেন রায়না!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটা বল এখনো মাঠে গড়ায়নি। তার আগেই সন্দেহের তালিকায় পড়ে গেলেন টি-টোয়েন্টিতে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান সুরেশ রায়না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামার আগেই শোনা যাচ্ছে ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িয়েছেন সুরেশ রায়না। ভারতীয় মিডিয়ার মতে, মূলতঃ শ্রীলংকান ক্রিকেট বোর্ডের তদন্তেই উঠে এসেছে সুরেশ রায়নার ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার কথা। প্রায় এক বছর ধরে শ্রীলংকায় চলা তাদের ক্রিকেট বোর্ডের তদন্ত মতে ২০১০ সালের ১৮ই জুন সুরেশ রায়নাকে একজন মেয়ের সাথে দেখা যায়। জুয়াড়িদের সঙ্গে আবার সেই মেয়েটির ঘনিষ্ট যোগাযোগ রয়েছে বলেও জানা গেছে। এক বছর ধরে চলা লংকান ক্রিকেট বোর্ডের তদন্তের বিষয়টি সম্প্রতি শ্রীলংকার সংসদে উত্থাপন করেন ইউএনপির কলম্বো ডিস্ট্রিকের এমপি এসএম মারিক্কার। www.island.lk ওয়েব সাইটটিতে রিপোর্ট প্রকাশ করা হয়েছে যে, শ্রীলংকার পার্লামেন্টে তার উত্থাপিত প্রশ্নটি আলোচনার সূচিতে রাখা হয়েছে। শ্রীলংকান ক্রিকেট বোর্ডের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল লরেন্স ফার্নান্দো এ বিষয়ে ওই সময় শ্রীলংকা সফরকারী ভারতীয় দলের ম্যানেজার রনজিব বিশ্বালের কাছে চিঠি লিখেছিলেন। যে বিষয়টা ওই সময় শ্রীলংকার পত্র-পত্রিকায়ও প্রকাশিত হয়েছিল।আরআর/আইএইচএস/পিআর

Advertisement