রাজনীতি

বিএনপি-জামায়াত সন্ত্রাসী জোট: নাছির

বিএনপি-জামায়াতকে সন্ত্রাসী জোট উল্লেখ করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিএনপি-জামায়াত মানবতা ও স্বাধীনতা বিরোধী জোট। এদের হাতে খুনের দাগ রয়েছে। এটা জনগণ জানে। বিএনপি নির্বাচনে আসবে না। তারা প্রতিবারে সূক্ষ্ম কারচুপি ও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তাদের জনগণ ভোট দেবে না।

Advertisement

বুধবার (২২ নভেম্বর) সকালে নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এ কথা বলেন আ জ ম নাছির উদ্দীন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাকৃতিক সম্পদ রক্ষায় সচেতন। শেখ হাসিনা ক্ষমতায় থাকাবস্থায় আমেরিকায় গ্যাস রপ্তানির প্রস্তাবনাকে প্রত্যাখ্যান করেছিলেন। সে সময় তিনি (প্রধানমন্ত্রী) বলেছিলেন, আমাদের জনগণের চাহিদা রক্ষা করেই আরও ৩০ বছর যাতে গ্যাস মজুত থাকতে পারে, তারপর বিবেচনা করবো গ্যাস রপ্তানি করা যাবে কিনা। শেখ হাসিনার এ দেশপ্রেম সুলভ প্রস্তাবনা আমেরিকার পছন্দ হয়নি। তাই ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় যেতে দেওয়া হয়নি। এবার সেই খেলা চলবে না। কারণ জনগণ বুঝে গেছে নৌকা ছাড়া বাঙালির আর কোনো নির্বাচনী প্রতীক নেই। এ উন্নয়ন ও অগ্রযাত্রার নৌকা প্রতীক শেখ হাসিনা যাকেই দেবেন, তাকে বিজয়ী করা ছাড়া কোনো বিকল্প নেই।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, থানা আওয়ামী লীগের মো. সালাউদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের স্বপন কুমার মজুমদার, রুহুল আমিন তপন, সলিমউল্লাহ বাচ্চু, মুজিবুল হক পেয়ারু, ফজলে আজিজ বাবুল, গোলাম মো. জোবায়ের উপস্থিত ছিলেন।

Advertisement

এছাড়া মঞ্চে ৩৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, ৩৩নম্বর ফিরিঙ্গী বাজার ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব প্রমুখ উপস্থিত ছিলেন।

ইকবাল হোসেন/এমএএইচ/জিকেএস