নাটোরের গুরুদাসপুরে কাভার্ডভ্যানে আগুন দেওয়ার মামলায় বিএনপি-জামায়াতের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (২১ নভেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২২ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত ১৫ নভেম্বর সন্ধ্যায় মহাসড়কে একটি কাভার্ডভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় করা মামলায় গুরুদাসপুর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আলিম, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সদস্য মো. জুলহাস, চাপিলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সানজেদুর রহমান শুভ ও মশিন্দা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুস সালামকে গ্রেফতার করা হয়।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান বলেন, নাশকতা মামলায় আসামিদের গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
Advertisement
রেজাউল করিম রেজা/এসআর/এমএস