খেলাধুলা

রোহিতকে ‘লোভী’ বললেন সুনিল গাভাস্কার!

রোহিতকে ‘লোভী’ বললেন সুনিল গাভাস্কার!

পুরো বিশ্বকাপে দাপট দেখিয়েছে ভারত। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি ১০-০ তে অপরাজিত থেকেই আসরের ফাইনালে উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফিরতে হলো খালি হাতে। শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হারলো স্বাগতিক ভারত।

Advertisement

ম্যাচ হারের পর রোহিতের উপর ক্ষোভ ঝাড়ছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনিল গাভাস্কার। মাঠে ভারতীয় অধিনায়কের খেলার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন এই কিংবদন্তি। অতিরিক্ত লোভ করেছেন কিনা সে বিষয়ে জানতে চেয়েছেন গাভাস্কার।

গাভাস্কার স্পোর্টস স্টারে এক কলামে লেখেন, ‘ট্র্যাভিস হেডের উল্টোদিকে দৌড়ে ধরা দুর্দান্ত ক্যাচটি ভারতের তিনশোর্ধ্ব রান পাওয়ার আশাকে ধ্বংস করে দেয়। সেই ক্যাচটি রোহিত শর্মাকে আউট করে, যে কিনা দ্রুতগতিতে চল্লিশোর্ধ্ব রান তোলার জন্য মাঠে ঝড় তুলেছিল। প্রথম পাওয়ারপ্লে-র শেষ ওভারে সেই (রোহিতের) উইকেটটি পড়ে যায়। তখন ৩০ মিটার বৃত্তের বাইরে মাত্র দুইজন ফিল্ডারকে অনুমতি দেওয়া হয়। সে ওই ওভারে ইতিমধ্যে একটি ছক্কা এবং একটি চার মেরেছিল এবং স্পষ্টতই পাওয়ারপ্লে শেষ হওয়ার আগে বাকি কয়েকটি বলে পুঁজি বাড়ানোর চেষ্টা করছিল। সে কি খুব লোভী ছিল? শুভমান গিল আউট হওয়ার পরও নিজেকে সংযত করেননি?’

রোহিত আউট হয়ে যাওয়ার পর ভারতীয় ভক্ত-সমর্থকদের একমাত্র ভরসা ছিলেন বিরাট কোহলি। ফিফটি করার পর যখন কোহলিও আউট হয়ে যান, তখন গ্যালারিভর্তি মাঠে পীনপতন নীরবতা। ধুঁকছে থাকা ভারতকে বিমর্ষ চোখে দেখছিলেন দর্শকরা।

Advertisement

লোকেশ রাহুলের সাথে কোহলির ৬৭ রানের জুটিটি ভাঙার পর আর সোজা দাঁড়াতে পারেনি ভারত। একের পর পর উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। অবেশেষে ২৪০ রানে গুটিয়ে যায় ভারতীয়দের ইনিংস।

আইএইচএস/এএসএম